ডেস্ক নিউজ : প্রশ্ন: ইউটিউবে দেখা যায়, কিছু লোক গানের সুরে কোরআন তিলাওয়াত করে আপলোড করেছে। এভাবে গানের সুরে কোরআন তিলাওয়াত করার বিধান কী?
-হানিফ, মিরপুর
উত্তর: পবিত্র কোরআন মধুর কণ্ঠে পড়া প্রশংসনীয়। হাদিস শরিফে সুন্দর কণ্ঠে পড়তে উৎসাহিত করা হয়েছে। কিন্তু গানের সুরে পড়া কোরআন অবমাননার শামিল। সুতরাং তা অবশ্যই বর্জনীয়। (শুআবুল ঈমান : ২/৩৮৬, আল মুজামুল আওসাত : ৭/১৮৩, হিন্দিয়া : ৫/৩০৮)
কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৫