মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে চোরাইপথে আসা  ভারতীয় কাপড় সহ গ্রেপ্তার এক।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২০১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে আসা  ভারতীয় কাপড় সহ মো. জাহেদুল ইসলাম রুবেল(৩২) কে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। 

সোমবার (৯ অক্টোবর)  দুপুরের দিকে  খাগড়াছড়ি সদর থানার  উপ-পরিদর্শক  এসআই  (নিঃ) মো. শামীম ভূঁইয়া  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন  ০১ (এক) জন লোক ভারতীয় বিভিন্ন ধরণের কাপড় চোরা চালানের মাধ্যমে পানছড়ি থানা এলাকা হতে সংগ্রহ করিয়া চট্টগ্রাম পাঠানোর জন্য একটি নাম্বার বিহীন মোটরসাইকেলযোগে খাগড়াছড়ি থানাধীন ০১নং পৌর ওয়ার্ডস্থ স্বণির্ভর বাজারের খবংপড়িয়াগামী রাস্তায় মনসোনা ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে কৌশলে তাকে আটক করে তার কাছে থাকা ৩টি   প্লাষ্টিকের বস্তার ভিতরে বিভিন্ন কালারের সর্বমোট ২৯১ পিস টিশার্ট/গেঞ্জি,সহ আসামী-মো. জাহেদুল ইসলাম রুবেল(৩২)কে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের মাধ্যমে জানাগেছে তিনটি  প্লাষ্টিকের বস্তার ভিতরে বিভিন্ন কালারের সর্বমোট ২৯১ পিস টিশার্ট/গেঞ্জি, যাহার প্রতিটি টিশার্ট/গেঞ্জির ভিতরের স্টীকারের ইংরেজিতে ALL RUGGED লেখা সহ MADE IN INDIA লেখা আছে। প্রতিটি টি-শার্ট/গেঞ্জির মূল্য অনুমান ৫৫০/- টাকা করিয়া সর্বমোট (৫৫০X২৯১) =১,৬০,০৫০/- (এক লক্ষ ষাট হাজার পঞ্চাশ) টাকা এবং উক্ত চোরাইপথে আসা পন্য বহনের জন্য ব্যাবহৃত একটি লাল রংয়ের নাম্বার বিহীন Hero HF Deluxe মোটরসাইকেল, যার চেসিস নং-PS1HAR056NJJ00189, ইঞ্জিন নং-HA11ENN9E01052 জব্দ করা হয়। 

আসামী-মো. জাহেদুল ইসলাম রুবেল(৩২) কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় তাদের একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সময় শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতীয় কাপড়সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে এনে দেশের বিভিন্ন প্রান্তে চড়া মূল্যে বিক্রি করে থাকে। গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো.জাহেদুল ইসলাম রুবেল (৩২)চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ফকির  পাড়া এলাকার মো.মাহাবুর রহমান এর ছেলে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম(বার) বলেন মাদক ও চোরাচালান রোধে জেলা পুলিশ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন,  স্মার্ট  বাংলাদেশ বিনির্মানে সবচেয়ে বড় হুমকি মাদক ও চোরাচালান । তাই এই ধরনের অপরাধ রোধে  পুলিশ সর্বদা সোচ্চার রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit