আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে নিহতের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।
শনিবার হামাসের চালানো নজিরবিহীন হামলার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক ইসরাইলি নিহত হয়েছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি। গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস। এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। রকেট হামলার পর ইসরাইলের পাল্টা বিমান হামলা চালায়। এতে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:৪২