দশ কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি পুরস্কার পেলো খাগড়াছড়ি জেলা পুলিশ
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
Update Time :
শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
৯৭
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ ১০ কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি পুরস্কার পেলো খাগড়াছড়ি জেলা পুলিশ। সেপ্টেম্বর মাসের সার্বিক মূল্যায়নে এ পুরস্কার দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ অক্টোবর) খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করেন।
যেসমস্ত বিষয়বস্তুর উপর খাগড়াছড়ি জেলা পুলিশ পুরুস্কার পেলো- খাগড়াছড়িতে মামলার দুই ঘণ্টার মধ্যে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের একজন গ্রেফতার, রামগড় থানায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আসা বিপুল পরিমাণে ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ একজন গ্রেফতার, খাগড়াছড়িতে চুরি হওয়া পিকআপ গাড়ি উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের একজন গ্রেফতার, রামগড় সীমান্ত এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে আসা ৫৪০ কেজি চিনিসহ একজন চোরাকারবারি গ্রেফতার, মানিকছড়ি থানাপুলিশ কর্তৃক ৩০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার, পানছড়িতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও সিগারেট পরিবহনে ব্যবহৃত অটোরিকশা জব্দসহ চোরাকারবারি চক্রের একজন গ্রেফতার,
খাগড়াছড়িতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারসহ একজন চাঁদাবাজ গ্রেফতার, মাটিরাঙ্গায় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণে ডেঙ্গু পরীক্ষার কিট আনার অপরাধে ছয়জনকে গ্রেফতার, খাগড়াছড়ি সদর থানা পুলিশ কর্তৃক অপহরণের শিকার ভুক্তভোগীকে ঢাকা থেকে উদ্ধার ও অপহরণ চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেফতার এবং খাগড়াছড়িতে চোরাচালানের মাধ্যমে আসা ভারতীয় ওষুধসহ একটি প্রাইভেটকার জব্দ ও চোরাচালান চক্রের একজন সদস্য গ্রেফতার দশ কাজে পুরস্কারপ্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, এ পুরস্কার অর্জন সব জেলা পুলিশের কৃতিত্ব নয় বরং আমাদের বিশ্বাস দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরো উৎসাহিত ও উদ্বীপ্ত করবে।সকল সদস্যদের কাছে শ্রদ্ধেয় আইজিপি স্যার এর কর্মজীবন সর্বদা অনুকরণীয় এবং আমাদের বিশ্বাস আইজিপি স্যার এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ এর এই অগ্রযাত্রা থাকবে চির অম্লান।