বিনোদন ডেস্ক : ইতালির সার্ডিনিয়ায় এক ভয়ংকর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন গায়ত্রী যোশি। তবে ভাগ্য সহায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শাহরুখ খানের ‘স্বদেশ’ ছবির নায়িকা ছিলেন এই বলিউড অভিনেত্রী। গায়ত্রী জানিয়েছেন, তারা ঠিকঠাক আছেন। স্বামী বিকাশ আর তিনি ইতালিতে রয়েছেন।
গায়ত্রী ২০০০ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পুরস্কার জয় করেছিলেন। ২০০৪ সালে ‘স্বদেশ’ সিনেমায় অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। গায়ত্রী এতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন। আশুতোষ গোয়ারিকরের পরিচালিত এই সিনেমার পর তিনি চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান। ২০০৫ সালে অভিনেত্রী ওবেরয় কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক বিকাশ ওবেরয়কে বিয়ে করেন। তাদের দুটি সন্তান আছে।
গায়ত্রী তার স্বামী শিল্পপতি বিকাশ ওবেরয়ের সঙ্গে এখন ইতালি থাকেন। ইতালিতে এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন এই দম্পতি। গায়ত্রী তার স্বামীর সঙ্গে ল্যাম্বরগিনি গাড়ি চড়ে যাচ্ছিলেন। ইতালির সার্ডিনিয়ায় একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটেছিল।
এক প্রবীণ সুইস দম্পতি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই দম্পতির গাড়িতে আগুন লেগে গিয়েছিল। ইতালির সার্ডিনিয়ার এই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি যখন ঘটেছিল, তখন কেউ পেছনের গাড়ি থেকে ভিডিও করেছিলেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, সার্ডিনিয়ার গ্রামীণ পথে এক ক্যাম্পার ভ্যানের পেছনে একের পর এক লাক্সারি গাড়ি দূরন্ত গতিতে ছুটে চলেছে। এই ক্যাম্পার ভ্যানকে টক্কর দেওয়ার নেশায় মত্ত ছিল লাক্সারি গাড়িগুলো। গায়ত্রী আর বিকাশ ল্যাম্বরগিনি গাড়িতে সওয়ারি হয়ে যাচ্ছিলেন।
ওভারটেকের কারণে ক্যাম্পার ভ্যানটি উল্টে যায়। আর ফরারি গাড়িতে তখন আগুন লেগে যায়। এই গাড়িতে ছিলেন ৬৩ বছর বয়সী ম্যালিসা ক্রোটলি আর ৬৭ বছরের মার্কস ক্রোটলি। আর এই ভয়াবহ দুর্ঘটনায় তারা দুজনেই প্রাণ হারিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩০