বিনোদন ডেক্স : ছোট পর্দার অভিনেতা অ্যালেন শুভ্র নানা কারণেই আলোচনায় আসেন। তারপর হারিয়ে যান। অভিনয় জগতে সম্ভাবনা তৈরি করছিলেন, তখনই তৈরি করলেন সমালোচনাও। ফলে একটা পক্ষ তাকে একঘরে করে দিল। নিজেও হারিয়ে গেলেন। তবে এখন অ্যালেনকে দেখা যাচ্ছে নিয়মিতভাবে। তার অভিনয় করা ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ শত পর্বের মাইলফলক স্পর্শ করেছে।
এই নাটকে অ্যালেন-এর সঙ্গে অভিনয় করছেন তাবাসসুম ছোঁয়া। কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ে আসা এই ছোঁয়ার সঙ্গেই নাকি প্রেম করছেন অ্যালেন শুভ্র। নানাভাবেই এই গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে অ্যালেন শুভ্র কিছু না বললেও তাবাসসুম ছোঁয়া বললেন, ‘দেনা-পাওনা নাটকে আমাদের জুটির ওপর সবাই ক্রাশ খেয়েছে। ফেসবুকে রীতিমতো হুমকি দিয়ে আমাকে মন্তব্য করা হয়, নিপা, তুমি যদি খায়রুলকে বিয়ে না করো, তাহলে তোমাকে দেখে নেব।
স্ক্রিনের মতো বাস্তবেও নাকি আমাদের খুব সুন্দর লাগে। দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক। বিষয়টা আমি খুব উপভোগ করি।’এ রকম হওয়ার কোনো সম্ভাবনা আছে? এমন প্রশ্নের জবাবে ছোঁয়া বললেন, ‘অ্যালেন শুভ্র একজন জেন্টেলম্যান, নাইস পারসন। অ্যালেন ভাই সত্যিই খায়রুলের মতোই।
তাঁর মধ্যে শিশুসুলভ ব্যাপার আছে। পর্দায় দেখে দর্শক যেমন তাঁর মায়ায় পড়ে, তেমনি অভিনয় করতে গিয়ে আমারও তাঁর প্রতি মায়া কাজ করে। মায়াটা হয়তো দুজনের মধ্যেই কাজ করে। এই কারণেই হয়তো পর্দায় এত ভালো লাগে। আমাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে। কিন্তু এখন পর্যন্ত এমন কিছু হয়নি, যেমনটা মানুষ ভাবছে।’ সময় বলবে আসলে ‘এখন পর্যন্ত’ বিষয়টি কখন হবে, কিংবা অদৌ হবে কি না।
কিউএনবি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:২৯