বিনোদন ডেক্স : দক্ষিণী জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলীর ছবি মানেই দর্শকের আলাদা উত্তেজনা। রাজকীয় সেট, পৌরাণিক আবহ, ভিএফএক্স ও বিশাল ক্যানভাস সব মিলিয়ে তিনি প্রতিবারই নতুন এক জগৎ তৈরি করেন। ফলে তাঁর ছবির বাজেট ও তারকাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহল থাকাটাই স্বাভাবিক। বর্তমানে রাজামৌলী ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বারাণসী’ নিয়ে।
শোনা যাচ্ছে, ছবিটির মোট বাজেট প্রায় ১৩০০ কোটি রুপি। এই ছবিতে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া নাকি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৩০ কোটি রুপি। সবচেয়ে বড় চমক অবশ্য ছবির নায়ক মহেশ বাবু। খবর অনুযায়ী, ‘বারাণসী’র জন্য তিনি এক টাকাও পারিশ্রমিক নিচ্ছেন না। বরং নির্মাতাদের সঙ্গে তাঁর চুক্তি অনুযায়ী, ছবির লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন এই সুপারস্টার।
এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। তিনি এই ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে ১০ কোটি রুপি। তাহলে পরিচালক নিজে কত পাচ্ছেন? ইন্ডাস্ট্রির সূত্র বলছে, রাজামৌলী সাধারণত তাঁর ছবির লভ্যাংশের ৩০–৪০ শতাংশ ভাগ নেন। হিসাব অনুযায়ী, প্রতিটি ছবি থেকেই তাঁর আয় প্রায় ২০০ কোটি রুপি পর্যন্ত পৌঁছে যায়।
কিউএনবি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:১৬