ডেস্ক নিউজ : জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ-সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাবা-মা-ভাই হারিয়ে ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছিলেন একজন এতিম হয়ে বাংলাদেশের মানুষের সেবা করার করার লক্ষ্য নিয়ে। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত কাজগুলো শেষ করে এ দেশ সোনার বাংলা গড়ার জন্য তিনি এসেছিলেন। এখন সেই কাজগুলোই তিনি করে যাচ্ছেন। বাংলাদেশকে আরও সুন্দর ও এগিয়ে নিতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দিনেও যেন তিনি বাংলাদেশের মানুষের জন্য, উন্নয়নের জন্য, দেশের মানুষর সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে উচ্চ মর্যাদার জায়গায় আসীন করার জন্য কাজ করে যেতে পারেন, এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, শেখ হাসিনার সবচেয়ে বড় পুঁজি বাংলার মানুষ। বঙ্গবন্ধু নিজেও বিশ্বাস করতেন দুখী মানুষের মুখে হাসি ফোটানো। তার মেয়েও একই জিনিস বিশ্বাস করেন। মানুষের জন্য শেখ হাসিনার যে ভালোবাসা ও দরদ সেটাই তার জীবনের সবচেয়ে বড় পুঁজি।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বৃক্ষরোপণ, বিভিন্ন অনুদানের চেক বিতরণ, স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৩