স্পোর্টস ডেস্ক : দিন পাঁচেক পরেই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বিশ্ব আসরে অংশ নিতে ইতোমধ্যে ভারতের অবস্থান করছে বাংলাদেশ দল। লাল সবুজের প্রতিনিধিদের প্রথম ম্যাচ অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর। তার আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা।
কেবল সাকিব বাদে সে ম্যাচে ছিলেন ১৫ সদস্যের স্কোয়াডের সবাই। কারণ, অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ায় তিনি ছিলেন বিশ্রামে। মূলপর্বে মাঠে নামার আগে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এ ম্যাচেও থাকছেন না টাইগার অধিনায়ক। পায়ের চোট গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে তিনি থাকছেন না এ প্রস্তুতি ম্যাচেও। সবকিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে হয়তো মাঠে দেখা যাবে মিস্টার সেভেন্টি ফাইভকে।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:২৮