স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১৩তম আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে লড়ছে অংশগ্রহণকারী দলগুলো। ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ক্রিকেটের বিশ্ব আসর।
পাকিস্তানের সামা টিভির এক শোয়ে অংশ নিয়ে মুশতাক আহমেদ বলেন, আহমেদাবাদ এবং হায়দরাবাদে তুলনামূলক মুসলিম বেশি। এই কারণে বিমানবন্দরে পাকিস্তান দলের সমর্থন দেখা যাচ্ছে। মুশতাক আহমেদের মতো একই সুরে কথা বলেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার নাভেদ উল রানা।
তিনি বলেন, জনসমর্থনের কথা ধরলে হায়দরাবাদ, আহমেদাবাদের মুসলিমরা আমাদের সমর্থন করবে। ভারতীয় মুসলিমরা আমাদের বরাবর সমর্থন করে। ওখানে আমি দুইটা সিরিজ খেলেছি। ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলতে গিয়ে দেখেছি কীভাবে ওখানকার মুসলিমরা আমাদের সাপোর্ট করে। আর হায়দরাবাদের তো কথাই নেই!
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪