স্পোর্টস ডেস্ক : ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে স্প্যানিশ কর কর্তৃপক্ষ দাসনিল নাইন্টি ফাইব নামক এক কোম্পানির কর প্রদানে অনিয়ম লক্ষ্য করে। এরপরই তদন্তে নামে তারা। তদন্তে ওঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। দাসনিল নাইন্টি ফাইব নামক কোম্পানিটি ছিলো স্প্যানিশ রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকে নেগ্রেইরার। আর কোম্পানিটির সঙ্গে ওই সময় ফুটবল ক্লাব বার্সেলোনার বিশাল পরিমাণ অর্থ লেনদেনের হয়।
এমন তথ্য পাওয়ার পরে নড়েচড়ে বসে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। এরপরই অভিযোগ উঠে সাবেক রেফারি কমিটির ভাইস প্রেসিডেন্টকে অর্থ দিয়ে লা লিগায় খেলার ফলাফল প্রভাবিত করতো বার্সেলোনা। এছাড়া, অভিযোগ উঠে ১৮ বছর ধরে অনৈতিক ভাবে নেগ্রেইরার কাছ থেকে সাহায্য নিয়ে আসছে ক্লাবটি। আর নেগ্রেইরা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছেন কাতালান ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামুয়ে ও স্যান্ড্রো রাসেল।
নেগ্রেইরার বিভিন্ন কোম্পানিকে ৭.৩ মিলিয়ন ইউরো (প্রায় ৮৫ কোটি টাকা) প্রদান করায় বার্সার বিরুদ্ধে তদন্তে নামে উয়েফা। যদিও এর কোনো সত্যতা পায়নি তারা। পরে তদন্ত কার্যক্রম স্থগিত করে তারা। তবে বার্সার বিরুদ্ধে তদন্ত চালু রাখে স্প্যানিশ আদালত। এবার মাদ্রিদের স্প্যানিশ রেফারি কমিটির হেডকোয়ার্টারে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। তবে সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি, স্পেনের আদালতের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনা করা এক পুলিশ কর্মকর্তা।
এদিকে স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে বার্সেলোনার বিরুদ্ধে আনীত অভিযোগ ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। আর শুরু থেকেই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে বার্সেলোনা। ক্লাবটির দাবি, ফুটবল বিষয়ক টেকনিক্যাল সহায়তা পেতেই নেগ্রেইরার কোম্পানিকে অর্থ প্রাদান করেছে তারা। একটি পক্ষ বার্সেলোনার ক্ষতি করতে এমন অভিযোগ করছে বলেও সাফ জানিয়ে দেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। এবার নেগ্রেইরা কান্ডে নিজেদের আবারও নির্দোষ দাবি করেছেন সাবেক বার্সা খেলোয়াড় ও ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ।
জাভি হার্নান্দেজ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বার্সেলোনার হয়ে খেলেছি। আমার কখনও মনে হয়নি ম্যাচে রেফারিরা আমাদের বাড়তি সুবিধা দিচ্ছে। আমি প্রথম থেকেই বলে আসছি এখনও বলছি তদন্তের রায় আমাদের পক্ষে যাবে।’অফিসিয়ালি অভিযোগ প্রমাণিত হলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হতে পারে কাতালান ক্লাবটিকে।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:০৮