স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে দারুণ পারফর্ম করলেও বিশ্বকাপ দলে ছিলেন না লাবুশেন। ধারণা করা হচ্ছিল, চোটে পড়া ট্রাভিস হেডের বদলে হয়তো দলে আসতে পারেন এই ব্যাটার। কিন্তু চোটের কারণে অনিশ্চিত হেডকে নিয়েই শেষমেশ বিশ্বকাপে খেলতে যাচ্ছে অজিরা। আর অ্যাগারের বদলে অতিরিক্ত একজন ব্যাটার হিসেবে দলে ঢুকে পড়েছেন লাবুশেন।
দক্ষিণ আফ্রিকা সফরে পায়ের পেছনের হাড়ে আঘাত পেয়েছিলেন অ্যাগার। চোট পাওয়া সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেও পরে আর দলে থাকা হয়নি অ্যাগারের। শেষমেশ ছিটকে গেলেন বিশ্বকাপ দল থেকেও। ট্রাভিস হেডও ইনজুরিতে পড়েছেন অনেকদিন হয়েছে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের মাঝপথে সেরে উঠবেন তিনি।
অস্ট্রেলিয়ার মতোই শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে পরিবর্তন এনেছে ভারত। ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তার বদলি হিসেবে বিশ্ব আসরের দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কোনটিতেই খেলা হয়নি তার। একই সময়ে দলে এসে দারুণ বোলিং করেছেন অশ্বিন। তাতে দলে জায়গা পাকা করে ফেলেছেন তিনি।
অভিজ্ঞ অফ স্পিনার অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুটি ম্যাচ খেলেছেন। এই ২ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ৪টি। ভারতের হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন অশ্বিন। ২০১১ সালে ৪ উইকেট পাওয়া এ স্পিনার ২০১৫ বিশ্বকাপে ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।
বিশ্বকাপে ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, রবীচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব।
বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৩৫