বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। পাত্রী সিলিয়া চৌধুরী বিজিএমই বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন।
মেয়ের বাড়ি যশোরে, ছেলেও একই এলাকার। দুই পরিবারের পছন্দে গেল সপ্তাহে পারিবারিক আয়োজনে তাদের বাগদান সম্পন্ন হয়। এরপর গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ সম্পন্ন হয়। পাত্র-পাত্রীর দুই পরিবারের সদস্য ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, তানজিন তিশা প্রমুখ।
বিয়ের দিন ধার্য্য করা হয়েছে আগামীকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর)। রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁতে ঘরোয়া আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন বলে দেশ রূপান্তরকে জানান নির্মাতা মাহমুদুর রহমান হিমি।
তিনি বলেন, সবকিছু হুট করেই হয়ে গেল। পরিবার থেকে অনেকদিন ধরেই বিয়ের কথা বলছিল। তারা নিজেরাই পাত্রী দেখছিল। সিলিয়া এবং আমি দুজনেই একই এলাকার, যশোরের। পরিবারের পছন্দ হলে আমরা দুজন কথা বলি, দেখা করি। পরিবারের পছন্দেই আমি সম্মতি দিয়েছি। বিয়ের অনুষ্ঠান ছোট করে করায় অনেককেই বলতে পারিনি। তাছাড়া সময়েরও একটা ব্যাপার ছিল। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া প্রার্থী।
প্রায় এক দশক ধরে নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন মাহমুদুর রহমান হিমি। নির্মাণ করেছেন বহু জনপ্রিয় নাটক। এরমধ্যে উল্লেখযোগ্য রয়েছে- হাউজ নং ৯৬, রুদ্র আসবে বলে, কেন, আলো, মেরুন, ২১ বছর পরে, ফ্রেন্ডজ, মেমোরিজ, ভালোবাসার ফানুস, পার্থক্য, রোড ট্রিপ, ইয়ারমেট, সম্পর্ক, অপূর্ণতা, ইচ্ছেপূরণ, পথে হলো দেখা ইত্যাদি।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫৫