স্পোর্টস ডেস্ক : জাতীয় দলকে আগেই বিদায় জানিয়েছিলেন। রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ ক্রোয়েশিয়া দলের গুরুত্বপূর্ণ তারকা রাকিতিচ ২০২০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। এবার সরে দাঁড়ালেন ক্লাব ফুটবল থেকেও। অবসর নিয়ে রাকিতিচ হাজদুকের সহকারী স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন। দলটির কোচ গঞ্জালো গার্সিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। রাকিতিচের অবসরের সিদ্ধান্তও জানিয়েছেন তিনি।
নোভ টিভিকে গার্সিয়া বলেন, ‘রাকিতিচ তার ক্যারিয়ারের ইতি টেনেছে। সে অত্যন্ত বুদ্ধিমান। ফুটবল সম্পর্কে জানাশোনা ও ধারণা ভালো। এখন একটু জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, যেহেতু ড্রেসিংরুম থেকে সরাসরি দায়িত্ব নিচ্ছে। এটাই ফুটবলের কালো দিক, আমার এই ক্লাবে থাকার পেছনেও ওর অবদান।’
সুইস ক্লাব বাসেলের যুব দল থেকে ক্যারিয়ার শুরু হয়েছিল রাকিতিচের। সিনিয়র দলে খেলে এরপর যান শালকেতে, সেখান থেকে ২০১১ সালে সেভিয়া। ২০১৪ সালে বার্সেলোনা তাকে দলে ভেড়ায়। এই ক্লাবের সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য তিনি। রাকিতিচের বার্সা অধ্যায়ের ইতি ঘটে ২০২০ সালে।
বার্সা ছেড়ে রাকিতিচ ফের পুরনো ঠিকানা সেভিয়ায় পা বাড়ান। এখানে খেলেন ২০২৩ সাল নাগাদ। এরপর আল-শাবাব হয়ে গত মৌসুমে পাড়ি দেন নিজ দেশে। প্রায় দুই দশকের ক্লাব ক্যারিয়ারে ৮৮৭ ম্যাচে ১২৫ গোল ও ১৪১টি অ্যাসিস্ট করেছেন রাকিতিচ। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, লা লিগা, কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপ, সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপসহ মোট ১৬টি ট্রফি জিতেছেন তিনি।
কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/রাত ৮:০০