বিনোদন ডেস্ক : জানা যায়, ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন এ নায়িকা। সে কারণেই মডেলিং শুরু করেন। এর পর টেলিভিশনে কাজ শুরু করেন। টেলিভিশনের ফ্যাশন শো ‘ছামায়ম’-এ সঞ্চালনার দায়িত্বে ছিলেন নয়নতারা।
এদিকে ‘জওয়ান’ সিনেমার সাফল্যের মাঝেই নয়নতারার সঞ্চালনা করার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তবে নয়নতারা নয়, ডায়ানা নামেই টেলিভিশন শো-টি পরিচালনা করতেন তিনি। এ ভিডিওটি ভাইরাল হতেই অবাক হয়েছেন দর্শকরা। প্রিয় তারকাকে দেখে চিনতেই পারেননি অনেকে।
ভিডিওতে দেখা যায়, লাল-কালো সালোয়ার কামিজ পরা, গলায় স্কার্ফ, কালো লম্বা টিপ, কোঁকড়া চুল, হাসিমুখে সঞ্চালনা করছেন তিনি। তবে সেই মেয়েটি যে আদতে নয়নতারা, তা না বলে দিলে বোঝার উপায় নেই। এ ছাড়া নায়িকার বর্তমান ছবির সঙ্গে তেমন কোনো মিলও নেই ডায়ানার।
২০০৩ সালে মালয়ালম ছবি ‘মানসিনাক্করে’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন নয়নতারা। নয়নতারার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে অনামিকা, মায়া, কোলামাবু কোকিলা, নেত্রিকান, থানি অরুভান ইত্যাদি।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪৮