স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।
শান্ত-মুশির ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেই চাপ সামলে ওঠার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৩৫ রান থেকেই চতুর্থ উইকেটের জুটি নিয়ে এগোচ্ছেন তারা। পাওয়ার প্লেতে বাংলাদেশ পায় ৬২ রান। ১১ ওভার শেষে ৬৪ রান করেছে বাংলাদেশ। শান্তু ৩২ ও মুশি ২ রানে অপরাজিত আছেন।
ভালো শুরু করেও টিকলেন না হৃদয়
উইকেটে এসে প্রথম বলেই বোল্টকে ৪ মেরেছেন। আক্রমণাত্মক মেজাজে থাকা তৌহিদ হৃদয় পরে আরও দুটি চার মেরেছেন। সব মিলিয়ে ভালো শুরুর ইঙ্গিত। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। অ্যাডাম মিলনের বলে ইয়ংকে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন ১৭ বলে ১৮ রান করে।
জাকিরের পর ফিরলেন তানজিদও
জাকির হাসানের পর তানজিদ হাসান তামিমও প্যাভিলিয়নের পথ ধরলেন। প্রথম তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলল বাংলাদেশ।
ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তানজিদকে তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
স্লিপে ফিল অ্যালেনের হাতে ক্যাচ হয়েছেন বাঁহাতি তানজিদ। ৫ বলে ১ চারে করেছেন মাত্র ৫ রান। তার ফেরার মধ্য দিয়ে ২.১ ওভারে ৮ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ।
অভিষেকে ১ রানেই আউট জাকির
ওয়ানডে অভিষেক স্মরণীয় করতে পারলেন না জাকির হাসান। মাত্র ১ রানেই ফিরতে হলো এই ওপেনারকে। বাংলাদেশ দলীয় ৬ রানে হারাল প্রথম উইকেট।
এডাম মিলনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হয়েছেন জাকির। মিলনে নিজের প্রথম ওভারেই পেলেন সাফল্য।
ওপেনিংয়ে জাকির-তানজিদ
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ২০ মিনিটর পর শুরু হলো খেলা। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করলেন তানজিদ হাসান তামিম ও জাহির হাসান। জাকিরের ওয়ানডে অভিষেক হলো এ ম্যাচে।
টস হলেও খেলা শুরু হতে দেরি
বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে। কিন্তু মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই ঢেকে রাখা হয়েছে উইকেট।
খেলার টস অবশ্য হয়ে গেছে। বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃষ্টি!
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃষ্টির শঙ্কা। ম্যাচ শুরুর ৭ মিনিট আগে ঢেকে ফেলা হয়েছে উইকেট।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
চার পরিবর্তন বাংলাদেশের
তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ খেলতে নামছে তিন পরিবর্তন নিয়ে। বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হচ্ছে জাকির হাসানের।
জাকিরের অভিষেক
বাংলাদেশের ১৪৭তম ওয়ানডে ক্রিকেটার জাকির হাসান। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু চোটে ছিটকে যাওয়াতে সেই যাত্রায় আর সেটা হয়নি। অবশেষে নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে অভিষেক হচ্ছে তার।
টস
অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তর। প্রথম ম্যাচেই জিতলেন টস। জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৮