স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়াডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি হচ্ছেন টাইগারদের ১৬তম অধিনায়ক।
দ্বিতীয় ওয়ানডের পর তামিম ইকবাল ও লিটন দাসকে বিশ্রাম দিচ্ছে বোর্ড। দলে ফিরেছেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক হয়ে ফিরেছেন শান্ত।
প্রথম দুই ওয়ানডের দলে ছিলেন না মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শেষ ওয়ানডেতে তাদেরকেও ডাকা হয়েছে।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫২