স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ে রক্ষণভাগ ভালোভাবেই সামলেছেন ক্রিশ্চিয়ান রোমেরো। টটেনহাম হটস্পারের হয়েও সামলাচ্ছেন। তবে সব খেলোয়াড়েরই ক্যারিয়ারে চরম বাজে দিন আসে। রোমেরোর কাছে আজকের দিনটা নিশ্চয় সেরকমই।
তার দু–দুটি ভুলেই আর্সেনালের বিপক্ষে দু দফা পিছিয়ে পড়েছিল টটেনহাম। দলটি এরপরও যে এমিরেটস স্টেডিয়াম থেকে উত্তর লন্ডন ডার্বির মতো উত্তাপ ছাড়ানো ম্যাচটা ২-২ গোলে ড্র করে ফিরতে পারছে, তা সন হিউং মিনের কারণে।
এমিরেটসে ম্যাচের ২৬ মিনিটে ডি বক্সের একটু বাইরে থেকে বুকায়ো সাকার নেওয়া শট রোমেরোর গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে টটেনহ্যাম। ৪২ মিনিটে সমতা ফেরান টটেনহ্যামের অধিনায়ক সন হিউং মিন। ৫৪ মিনিটে বক্সের ভেতর রোমেরোর হাতে বল লাগলে ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সাকা স্পট কি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। পরের মিনিটেই গোল করে আবারও দলকে সমতায় ফেরান সন। ৭৯ মিনিটে টটেনহ্যামের নায়ক সেই রোমেরোর হাতেই ক্যাপ্টেন্স আর্মব্যান্ড দিয়েই মাঠের বাইরে যান। তবে এরপর আর কোনো ভুল করেননি রোমেরো। ২-২ ড্র নিয়েই খেলা শেষ করে।
ওদিকে অ্যানফিল্ডে লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি বক্সে মোহামেদ সালাহকে ওয়েস্টহ্যামের নায়েফ ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন সালাহ। লিগে এটি সালাহর তৃতীয় গোল। ৪২ মিনিটে সমতা ফেরান জারোর্ড বোয়েন। ৬০ মিনিটে ডারউইন নুনেজ গোল করলে এগিয়ে যায় অলরেডরা। উরুগুইয়ান এই স্ট্রাইকার গোল পেলেন দুই ম্যাচ পর। ৮৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান দিয়েগো জোতা।
পঞ্চম জয়ে ১৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে উঠে এলো ইয়ুর্গেন ক্লপের দল। ৬ ম্যাচ শেষে সমান ১৪ পয়েন্টে তিনে টটেনহ্যাম, চারে আর্সেনাল। একই দিনে হওয়া আরেক ম্যাচে চেলসি আবার হেরেছে। এবার অ্যাস্টনভিলার কাছে ১-০ গোলে। ৬ ম্যাচে চেলসির এটি তৃতীয় হার
কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪৬