জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি সীমান্ত দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী ট্যালকম পাউডার ও ১ কেজি গাঁজাসহ চোরাচালান চক্রের পিয়াস বড়ুয়া (২১), মো. বেলাল হোসেন (২০) ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মাদক ও চোরাকারবার একটি দেশের অর্থনীতি, শৃঙ্খলা ধ্বংসের জন্য সবচেয়ে বড় হুমকি। এইজন্য এমন অপরাধ রুখতে মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর সুদক্ষ নেতৃত্বে ও দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার একটি চৌকস দল গত (২৩সেপ্টেম্বর) রাত পৌনে ১০ টার দিকে পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন ০৪নং লতিবান ইউপির কুড়াদিয়াছড়া সাকিনস্থ কুড়াদিয়াছড়া ব্রীজের উত্তর পার্শ্বে পানছড়ি টু খাগড়াছড়ি রাস্তায় চোরাচালানের সাথে সম্পৃক্ত আসামী পিয়াস বড়ুয়া (২১), মো. বেলাল হোসেন (২০)কে ১কেজি গাঁজা ও ভারতীয় প্রসাধনী ১,২৬৫ (এক হাজার দুইশত পয়ষট্টি) পিচ ভারতীয় POND’S SANDAL Talcum Powder (১৫ গ্রাম),সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী- পিয়াস বড়ুয়া (২১), খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নকুল মাষ্টার পাড়ার বাসিন্দা অজিত বড়ুয়ার ছেলে। মো. বেলাল হোসেন (২০), খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মৃত মোঃ তোতা মিয়ার ছেলে। পানছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে আসামীদ্বয়ের নিকট থেকে ০১ (এক) কেজি গাঁজা ও ১,২৬৫ (এক হাজার দুইশত পয়ষট্টি) পিচ ভারতীয় POND’S SANDAL Talcum Powder (১৫ গ্রাম), যার গায়ে MADE IN INDIA লেখা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে বলে থানা সূত্র জানিয়েছেন।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন মাদক ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রের অপতৎপরতা রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৩০