বিনোদন ডেস্ক : ভক্তদের অপেক্ষার পালা শেষ করে এবার দেখা দেবেন এই গিটার মাস্টার। অঞ্জন দত্ত বরাবরই ঢাকা আসতে আগ্রহ বোধ করেন। তাইতো তিনি তার ফেসবুকে দুকলম লিখে ফেললেন।
‘‘প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি আগামী ৩০ তারিখ আসছি ঢাকার অলোকি অডিটোরিয়ামে ‘ইউসিবি প্রেজেন্ট অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস’ -এ।”
অঞ্জন দত্ত আরও বলেন, ‘মুলত একটা সন্ধ্যা আপনাদের সাথে গান, স্মৃতিচারণ, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব।’
দর্শকদের জন্য তিনি একটি সুখবরও দিলেন, তিনি বললেন, ‘আমার থেকে কি কি গান শুনতে চান কমেন্টে জানাতে পারেন, দেখি কোনগুলো গাওয়া যায়।’
৩০ সেপ্টেম্বর অঞ্জন দত্ত গাইবেন বাংলাদেশের তরুণ গায়ক আহমেদ হাসান সানির সঙ্গে। কনসার্টটির আয়োজন করেছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৪