জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনী জেলার সদর থানাধীন লস্করহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল বশর(৪৫)কে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার, রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন, অতিঃ রামগড় থানার অফিসার ইনচার্জ, রামগড় থানা, ইন্সপেক্টর(তদন্ত), রামগড় থানার সার্বিক তত্বাবধানে (২৩সেপ্টেম্বর) রাত অনুমান আড়াইটার দিকে রামগড় থানার উপ-পরির্দশক এসআই(নিঃ)/মোঃ সামছুল আমিন,সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনী জেলার সদর থানাধীন লস্করহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল বশর(৪৫)কে গ্রেপ্তার করা হয়।
রামগড় থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৩ বছর পূর্বের পলাতক থাকা সাজাসহ একাধিক পরোয়ানাভূক্ত আসামী মোঃ আবুল বশর(৪৫)এর নামে রামগড় থানায় জিআর-৩৩৮/২০১৯, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণি ১০(ক) এর সাজা(০৬ মাসের সশ্রম কারাদন্ড, ১০০০/-টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড) প্রাপ্ত আসামী, জিআর-২৭/২০১৬, এসটি-১৮/২০১৬, ধারা-১৯৭৪ সারে বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী এবং জিআর-২২৮/২০১০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/২০০৩) এর ১০ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী তাহার বিরুদ্ধে ০১টি জিআর সাজা পরোয়ানা এবং ০২টি জিআর পরোয়ানা সহ মোট ০৩টি আলাদা আলাদা মামলার ওয়ারেন্ট মুলতুবী ছিলো।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ আবুল বশর(৪৫) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দক্ষিণ বাগানটিলা এলাকার বাসিন্দা মৃত সুলতান আহম্মদ, এর ছেলে। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান জানান গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথা সময়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০২