স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে জনগনের মধ্যে যেভাবে জাগরন সৃষ্টি হয়েছে তা দেখে সরকার বেসামাল হয়ে পড়েছে। ফলে পরিকল্পীতভাবে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর একের পর হামলা-মামলা করছে। কিন্তু শত হামলা-মামলা করেও গণআন্দোলন বন্ধ করা যাবেনা।
গণআন্দোলনে ফ্যাসিষ্ট এ সরকার উৎখাত হবেই হবে ইনশাল্লাহ। সরকারের পদত্যাগে একদফার আন্দোলনের ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর খুলনায় তারুন্যের রোডমার্চ সফলের লক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় মনিরামপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দলিয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। যুবদল নেতা মোক্তার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি নেতা শরিফুদ্দৌলা ছটলু, আবদুস সালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ্বাস, মাষ্টার মতিয়ার রহমান, আলাউদ্দিন আহমেদ, আজিবর রহমান, নাজমুল হক লিটন, থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, বিল্লাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৩৪