স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড। এক মৌসুম পর চ্যাম্পিয়নস লিগ মঞ্চে ফিরেছে রেড ডেভিলরা। প্রথম ম্যাচেই বড় পরীক্ষার সামনে। ২০১৮-তে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুটি দল। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে তাদের সবশেষ দেখা ৯ বছর আগে, ২০১৩-১৪ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। গেল ৯ বছরে বায়ার্ন যতটা এগিয়েছে ঠিক ততটাই যেন পিছিয়েছে ম্যানইউ।
রেড ডেভিলরা শেষ লিগ শিরোপা জিতেছে ২০১২-১৩ তে। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন তাদের ৭ শিরোপার শেষ দুটি জিতেছে ২০১৩ ও ২০২০-এ। ম্যানইউ শিরোপা জিতেছে সেই ২০০৮ সালে। তবে এই পরিসংখ্যানের অর্থ এই নয় যে, ম্যানচেস্টারের ক্লাবটির বায়ার্নকে হারানোর সক্ষমতা নেই। খেলার দিন মাঠে যে দল ভালো করবে ফলাফল তাদের পক্ষেই আসবে।
চলতি মৌসুমে ইংলিশ লিগে পাঁচ ম্যাচ খেলে দুটি জিতেছে, তিনটি হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন ৩-১ গোলে হারায় তাদের। কোচ টেন হাগ জানেন বায়ার্নের ম্যাচ কঠিন হবে। ‘বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ জয়ের দৌড়ে অন্যতম ফেভারটি দল। আমাদের ভালো খেলার বিকল্প নেই। আমি আগেই বলেছি বায়ার্নের মাঠে খেলোয়াড়দের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজেদের বৈশিষ্ট্য বজায় রাখতে হবে।’ বলেন টেন হাগ।
ম্যানইউয়ের দুই লেফট ব্যাক লুক শ ও মালাসিয়া ইনজুরিতে। দলে নতুন যোগ দেওয়া আম্রাবাতও খেলবেন না এই ম্যাচে। অ্যান্থনিও দলের বাইরে আছেন। মাঠে ফেরার সম্ভাবনা আছে মেসন মাউন্ট ও রাফায়েল ভারানের। এই দুজনও না ফিরলে ভাঙা দল নিয়ে কঠিন লড়াইয়ে নামতে হবে টেন হাগের দলকে।
এতকিছুর মধ্যে ম্যানইউয়ের জন্য অনুপ্রেরণা হতে পারে ১৯৯৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সেই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। বায়ার্নের বিপক্ষে ম্যানইউয়ের দুই জয়ের একটি এটি। আরেক জয় ২০১০ চ্যাম্পিয়নস লিগে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২ গোলে। বায়ার্ন ও ম্যানইউ চ্যাম্পিয়নস লিগে মোট ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। বায়ার্ন জিতেছে ৪টি, ড্র ৫টি।
বায়ার্ন মিউনিখ এবার জার্মান লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটি জিতেছে। ড্র একটি। সবশেষ ম্যাচটি ২-২ গোলে ড্র হয় লেভারকুসেনের সঙ্গে। বায়ার্ন দলে খেলা অনেক খেলোয়াড়ের জন্যই ম্যানইউ চেনা প্রতিপক্ষ নয়। তবে ব্যতিক্রম হ্যারি কেইন। এবারের গ্রীষ্মের দলবদলে বায়ার্নে যোগ দেওয়া কেইন যে এর আগে নিয়মিত খেলেছেন ইংলিশ দল টটেনহ্যামে। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির বিপক্ষে কেইন ১৯ ম্যাচ খেলে করেছেন ৫ গোল, অ্যাসিস্ট তিনটি। তবে কেইন বুন্দেসলিগাতে ফর্মেই আছেন। চার ম্যাচে করেছেন চার গোল।
বায়ার্ন দলেও আছে ইনজুরি সমস্যা। জসুয়া কিমিখের খেলা নিয়ে আছে শঙ্কা। কিংসলে কোম্যানও আছেন মাঠের বাইরে। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। সি গ্রুপে থাকা রিয়াল আজ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে জার্মান দল ইউনিয়নের বিপক্ষে। চলতি মৌসুমে ফর্মেই আছে কার্লো আনচেলত্তির দল। লা লিগায় পাঁচ ম্যাচ খেলে সবগুলো জিতেছে তারা। আজকের ম্যাচেও ফেভারিট রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে বার্লিন বুন্দেসলিগাতে চার নম্বরে থেকে সুযোগ পায় চ্যাম্পিয়নস লিগে। তবে এবার দলের শুরুটা ভালো হয়নি। চার ম্যাচ খেলে দুই জয়, দুই হার। এই প্রথমবার মুখোমুখি হবে রিয়াল ও ইউনিয়ন বার্লিন।
সি গ্রুপের আরেক ম্যাচে বর্তমান সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি খেলবে পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে। বি গ্রুপে আজ নিজেদের প্রথম ম্যাচে আর্সেনাল খেলবে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইনদোভানের বিপক্ষে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দ্বিতীয় হয় মিকেল আর্তেতার দল। তাতে ছয় বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগ মঞ্চে ফিরেছে তারা।
চ্যাম্পিয়নস লিগের গতবারের রানার্সআপ ইন্তার মিলানও মাঠে নামছে আজ। ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইন্তারের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদাদ। সিরি আতে সবশেষ ম্যাচে মিলান ডার্বি জিতেছে ইন্তার। তাই ফুরফুরে মেজাজেই চ্যাম্পিয়নস লিগ শুরু করবে ইতালিয়ান ক্লাবটি।
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১১