তাই শুধু মহিলা আওয়ামীলীগ নয় আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে একজোট হয়ে সকলকে কাজ করে যেতে হবে। সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে নৌকা মার্কা বিজয়ের বিকল্প নাই। তাই সকলের হাত শক্তিশালী করে আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার আহবান জানান তিনি।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি সোমা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা প্রামাণিক সীমা সহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।