বাদল আহাম্মদ খান আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে হওয়া বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদেরকে পুরস্কার হিসেবে একটি করে ক্রেস্টের পাশাপাশি তালগাছের চারা দেওয়া হয়। তালগাছের চারা পেয়ে শিক্ষার্থীরাও খুশি হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভ‚ঁইয়া। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহআলম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ দফার একটি তালগাছের চারা রোপণের নির্দেশনা বাস্তবায়ন। এটাকে সামনে রেখেই শিক্ষার্থীদের মাঝে পুরস্কারের পাশাপাশি তালগাছের চারা উপহার দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সচেতন ও উদ্বুদ্ধ হবে।’