শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন

উষ্ণ আন্তরিকতায় সাইক্লোনের লেখক আড্ডা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে উষ্ণ আন্তরিকতার মধ্য দিয়ে সিলেটের নানা বয়সের লেখকদের চমৎকার এক আড্ডা নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারের সিলেট এক্সপ্রেস মিলনায়তনে গত সোমবার অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী লেখক, গবেষক, সংগঠক কবি তাবেদার রসুল বকুলকে নিয়ে অনুষ্ঠিত লেখক আড্ডায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি-র যুগ্ম বার্তা সম্পাদক দেশের প্রখ্যাত ছড়াকার সালাম ফারুক।

সিলেট এক্সপ্রেস মিলনায়তনে ,সাইক্লোনের ২৫৭তম সাহিত্য আসরে অনুষ্ঠিত আড্ডায় সভাপতিত্ব করেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ছড়াকার এডভোকেট আবদুস সাদেক লিপন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সাংবাদিক সেলিম আউয়াল। আড্ডায় বক্তারা বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে লেখকদের আড্ডা পরস্পরকে সমৃদ্ধ করে, উজ্জীবিত করে।

সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনায় অংশ নেন স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক কবি ডা. মোহাম্মদ মাশুকুর রহমান, কবি-প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, কবি বাচিকশিল্পী সালেহ খসরু, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল, ছড়াকার অজিত রায় ভজন, লেখক এডভোকেট আবদুল মালিক, সাংবাদিক বিলকিস আক্তার সুমি, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি ইসমত হানিফা চৌধুরী, কবি ইশরাক জাহান জেলি, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, শিল্পী বিমান বিহারী বিশ^াস, শিল্পী কুবাদ বখত চৌধুরী, কবি কামাল আহমদ।

আড্ডার মধ্যমণি তাবেদার রসুল বকুল অনুভূতি ব্যক্তকালে নিজের গবেষণাকর্ম পরিচালনায় মাঠপর্যায়ের অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, গবেষণাকর্ম একটি পরিশ্রমলদ্ধ বিষয়। আমরা যতো বেশি পরিশ্রম করবো, দায়িত্বশীলতাসহকারে নিষ্ঠার সাথে কাজ করবো; আমরা ততো সফল হবো, আমাদের গবেষনাকর্ম ততো বেশি গ্রহণযোগ্য হবে।

ছড়াকার-সাংবাদিক সালাম ফারুক দীর্ঘ বিশ বছর পর সিলেটে একটি সাহিত্য আড্ডায় অংশগ্রহণকে নিজের জন্যে চরম আনন্দের বিষয় উল্লেখ করে বলেন, জীবনের পঁিচশটি বছর এই শহরে কেটেছে। জীবনের পরবর্তী দিনগুলো রাজধানীতে চরম ব্যস্ততার মধ্যে কাটলেও সিলেট আমার স্মৃতিতে সবচেয়ে সুন্দর উজ্জ্বল শহর। সিলেটে অবস্থানকালে এখনাকার আসরগুলোতে আমার অংশগ্রহণ আমার সিলেট পরবর্তী জীবনের পথচলায় সহায়ক হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit