শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বরিবার রাতে জামায়াতের ৬ নেতা কর্মিকে আটক করেছে পুলিশ। জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জামায়াতের সাবেক জেলা আমির মাওলানা আজিজুর রহমান সহ ২৩ জন নেতা কর্মির নামে বিষ্ফোরক আইনে মামলা হয়েছে । অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ২০/৩০ জনকে। ১৯৭৪ সালের ১৫(৩) / ২৫ ডি, শার্শা থানা মামলা নং ১৭, তাং ১৭/০৯/২০২৩।
আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটককৃতরা হলো শার্শার টেংরা গ্রামের মৃত নজরুল ইসলাম এর ছেলে মাওঃ হাবিবুর রহমান(৫০), শ্যামলাগাছি গ্রামের মৃত কাওছার আলীর ছেলে আহম্মদ আলী(৫০), পান্তাপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আব্দুস সালাম ( ৫০ ), সামাদের ছেলে নূর ইসলাম ( ৩৮ ), স্বরুফদাহ গ্রামের আবু তালেব এর ছেলে মোঃ মহসিন আলী ( ২৮ ) ও ফকির চাঁদ এর ছেলে মোঃ মসলেম আালী ( ৫৫ )।শার্শা থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে আটককৃতরা শার্শার শ্যামলাগাছি গ্রামের মৃত কাওছার আলীর ছেলে আহম্মদ আলীর বাড়িতে নাশকতা করার জন্য মিটিং করছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে আহম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। পুলিশ জানায় এ সময় আরও অনেক নেতা কর্মি পুলিশ দেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, নাশকতার প্রস্তুতি কালে শার্শা জামায়াতের ৬ জন নেতা কর্মিকে আটক করা হয়েছে। আটককৃতদেও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন এ ব্যাপাওে শার্শা থানায় বিষ্ফোরক আইনে মামলা হয়েছে। মাম,লা তদন্ত করে বাকী আসামীদেও গ্রেফতার কওে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫