এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় সেলিম হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। তিনি আড়পাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে । এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
নিহতের চাচাতো ভাই মন্টু চৌগাছা হাসপাতালে সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে তিনি বাড়ী থেকে পুস্তিঘাটা বাজারে যাচ্ছিল। এ সময় তিনি জগদিশপুর তুলাফার্ম এলাকায় পৌঁছালে বিপরিদ দিক থেকে আসা একটি টেক্টর তাকে চাপা দিলে এ দুর্ঘটনায় শিকার হন। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক খোন্দকার জুলকার ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫