স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ১২৯ বলের ফাইনাল খেলে সংক্ষিপ্ততম শিরোপা নির্ধারণী ম্যাচের ইতিহাস গড়েছে ভারত। ২৬৩ বল হাতে রেখে তারা নিশ্চিত করেছে ১০ উইকেটের জয়। ম্যাচে ছিল পেসারদের দাপট। তাতে মাত্র ৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। যা শুভমন গিল ও ইশান কিষানই টপকে গিয়ে শেষ করেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই।
এবার বিশ্বকাপের আগে ভারতের লড়াই অস্ট্রেলিয়ার সঙ্গে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। যেখানে পেসার ও স্পিনারদের মিশ্রণে দল সাজানো হবে। এশিয়া কাপের ফাইনালের আগে রবীন্দ্র জাদেজার সঙ্গে স্পিন বিভাগে ওয়াশিংটন সুন্দর যোগ দেন।
তবে স্পিন বোলিং অলরাউন্ডার ভূমিকা পালন করা আক্সার প্যাটেল চোটের কারণে ছিটকে যাওয়ায় সেই জায়গায় শূন্যস্থান দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, জাদেজা সঙ্গী হিসেবে পাচ্ছেন কাকে? সেক্ষেত্রে সামনে আসছে অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের নাম। যাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল।
এশিয়া কাপের ফাইনাল জয়ের পর ভারত অধিনায়ক অশ্বিনের ফেরার ইঙ্গিত দিলেন। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে আক্সার চোটে পড়েছিল। ওয়াশিংটন দলে নেওয়া হয়েছিল। সামনে বিশ্বকাপ আছে। তাই একজন স্পিন-অলরাউন্ডার জরুরী। সে হিসেবে পছন্দের তালিকায় আছে অশ্বিন। আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি।’
অশ্বিন ভারতের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জানুয়ারিতে। সেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাই ভারতের বিশ্বকাপ স্কোয়াডে শেষ পর্যন্ত তাকে নেওয়া হয় কিনা সেটা দেখার বিষয়। আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০৮