স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও ইউপি সদস্য সদ্য প্রয়াত রুহুল আমিনের স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাকোশপোল ঈদগাহ মাঠে আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গনি মোড়লের সভাপতিত্বে স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, একে আজাদ, ভোজগাতী ইউপি বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার দফাদার, কাশিমনগরের যুগা¥ আহ্বায়ক রোস্তম আলী, মশ্বিমনগরের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফিজুর, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, মিজানুর রহমান, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ। পরে রুহুল আমিনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত সপ্তাহে গভীর রাতে নিজ বাড়িতে রুহুল আমিন হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেন।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০০