স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে দৈনিক নওয়াপাড়ার ষ্টাফ রিপোর্টার আসাদুজ্জামান রয়েলের বড় ছেলে রাফসান রয়েল অনিকস তথ্য প্রযুক্তির বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আমেরিকায় গুগলের প্রোগ্রাম অফিসার হিসেবে যোগদান করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে এ সংবর্ধনার অয়োজন করা হয়।
প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারুক হোসেন। সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, নির্বাহী কমিটির সহসভাপতি জিএম ফারুক আলম, সহকারি অধ্যাপক হোসাইন নজরুল হক, আসাদুজ্জামান রয়েল, আশোক বিশ্বাস প্রমুখ। সংবর্ধিত অতিথির বক্তব্যে রাফসান রয়েল অনিকস বলেন, নিজেকে দেশে এবং বিদেশে সাংবাদিকপুত্র পরিচয় দিয়ে আমি অহংকারবোধ করি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন পেশাগত দায়িত্ব পালন করে দেশের সম্মান অর্জনের পাশাপাশি যেন আমি সারা বিশ্বে সাংবাদিকদের মান মর্যাদা রক্ষায় অগ্রনি ভূমিকা পালন করতে পারি।
জানাযায়, মনিরামপুর পৌরশহরের দূর্গাপুর এলাকার বাসিন্দা সাংবাদিক আসাদুজ্জামান রয়েল ও মিসেস রহিমা রয়েল কল্পনার বড় ছেলে রাফসান রয়েল অনিকস ১৯৯২ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহন করেন। তিনি ২০০১ সালে প্রাথমিক সমাপনীতে ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেন। ২০০৪ সালে জেএসসি এবং ২০০৭ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডন জিপিএ-৫ অর্জন করেন। ২০০৯ সালে ঢাকার নটেরডম কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন। পরে তিনি ঢাকা নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ উত্তীর্ন হয়ে ২০১৫ সালে আমেরিকা পাড়ি দেন উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য। আমেরিকার ভ্যালপ্রাইজো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি(এমএস) অর্জনের পর ২০২১ সালে গুগলে যোগদান করেন প্রোগ্রাম অফিসার হিসেবে।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৩৩