আন্তর্জাতিক ডেস্ক : এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ওন্টারিওতে ওয়ালমার্ট, কস্টকোসহ দেশটির পাঁচটি বৃহত্তম সুপারমার্কেট প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ট্রুডো।
ট্রুডোর এই হুঁশিয়ারির একদিন পর শুক্রবার কানাডার ফেডারেল মন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন জানান, আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী অটোয়ায় দেশটির বড় মুদি প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০০