জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে একটি নিজস্ব ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ শীর্ষক এই ফান্ডের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার দুপুর ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উদ্বোধন করা হবে।
আজ ১৩ সেপ্টেম্বর(২০২৩) বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই ফান্ডের কার্যক্রম উদ্বোধন করবেন।
এই ফান্ডে অনুদান প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইবৃন্দ, সমাজের ধনাঢ্য, দানবীর এবং শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তিবর্গকে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ ঐদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদানের চেক প্রদান করতে পারবেন।
বিশেষ সমাবর্তন উপলক্ষে
অ্যালামনাই এসোসিয়েশন এর অনুদান :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে (মরণোত্তর) ডিগ্রি প্রদানের লক্ষ্যে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান-২০২৩ উপলক্ষ্যে গতকাল ১২ সেপ্টেম্বর ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট স্পন্সরশীপ বাবদ ২৩,০০,০০০/- (তেইশ লক্ষ) টাকার একটি চেক হস্তান্তর করেছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং জনসংযোগ অফিসের পরিচালক জনাব মাহমুদ আলম।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, সহ-সভাপতি আশরাফুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন আহমেদ এবং আপ্যায়ন সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ নান্টু এবং কার্যনির্বাহী সদস্য সালেহা খাতুন স্নিগ্ধা।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫০