বিনোদন ডেস্ক : পঞ্চম দিন পর্যন্ত তুমুল উত্তেজনা থাকলেও সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। রোববারের তুলনায় সোমবারের আয় কম হলেও অন্যান্য অনেক ছবির থেকে অবশ্য বেশি।
ভারতীয় এক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মুক্তির পঞ্চম দিনে সোমবার ভারতে সমস্ত ভাষায় ৩০ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। রোববার আয়ের রেকর্ড ৮০ কোটি টাকা। সেখান থেকে এই সংখ্যাটি ৬২ শতাংশ কমে যায়, যা এখনও হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ।
তবে পাঁচ দিনের অভ্যন্তরীণ নেট আয় ৩১৬ কোটি টাকা, যা ইতিহাসে সর্বোচ্চ। শুধু হিন্দিতে ছবিটি ২৭৫ কোটি টাকা আয় করেছে। বাকিটা তামিল ও তেলেগু থেকে এসেছে। অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতিসহ অনেকে।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৪