স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে সবার প্রথমে বিদায় নিয়েছে বাংলাদেশ। আর দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আর একটি করে জয় পেয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এখন এই দুই দলের মধ্যে জে দল জয় পাবে, তারাই উঠবে ফাইনালে।
আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও পাকিস্তান মুখোমুখি হবে। তবে চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কায় হওয়া প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টির বাগড়া দেখা দিয়েছে। ফলে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে যদি এই ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, তাহলে কপাল পুড়বে পাকিস্তানের।
বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেলে ফাইনালে নাম লেখাবে শ্রীলঙ্কা। কারণ, নেট রান রেটে এগিয়ে রয়েছে লঙ্কানরা। শ্রীলঙ্কার নেট রান রেট -০.২০০ আর পাকিস্তানের -১.৮৯২। ফলে এই ম্যাচটি পরিত্যাক্ত হলে ফাইনালে ভারত-পাকিস্তান মহারণটি দেখা যাবেনা।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২১