বিনোদন ডেস্ক : চেন্নাইয়ের আদিত্যরাম প্যালেসে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে গতকাল রবিবার এ আর রহমানকে দেখতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় দর্শকদের। আসন সংখ্যার থেকেও বেশি মানুষের ভিড়ের কারণে শুরু হয় ধাক্কাধাক্কি, পদপিষ্ট হন বেশ কয়েক জন। শুধু তাই নয়, অতিরিক্ত ভিড়ের কারণে শিশুরা বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের থেকে।
অভিযোগ উঠেছে, বিশৃঙ্খলার সুযোগে নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে। অগ্রিম টিকিট কেটে ঢুকতে পারেননি অসংখ্য অনুরাগী।
অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ১২ আগস্ট কিন্তু খারাপ আবহওয়ার কারণে সেই শো বাতিল করা হয়। সেসময় এ আর রহমান সোশ্যালে লেখেন, ‘খারাপ আবহাওয়ার কারণে অনুরাগীদের সুরক্ষার কথা ভেবে এই শো বাতিল করা হচ্ছে। পরবর্তী শোয়ের দিনক্ষণ শীঘ্রই জানানো হবে।’ সেই মোতাবেক অনুষ্ঠানের দিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানের দিন দেখা গেল বিপুল গোলযোগ। ২০০০ টাকা দিয়েও ঢুকতে পারেননি অগণিত দর্শক।
সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তার অনুরাগীরা। দায়ী করেছেন অনুষ্ঠানের উদ্যোক্তাদের। কেউ কেউ তো স্বয়ং গায়কের উপর ক্ষোভ দেখিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘আজ আমার মধ্যকার ৩০ বছরের ভক্তের মৃত্যু হল।’ মঞ্চে দাঁড়িয়ে সামনে কী ঘটছে, তার কিছুই দেখতে পাননি শিল্পী!
অন্য এক জন লেখেন, ‘ভীষণ খারাপ ব্যবস্থাপনা। পুরো টাকাটাই জলে গেল। এনার্জি নষ্ট হল। এখানে গিয়ে রীতিমত চিন্তিত হয়ে পড়েছিলাম, চারদিকে এত ধাক্কাধাক্কি চলছিল, একটা গানও শুনতে পাইনি।’
কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০২