বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। পর্দায় পুষ্পারাজ শ্রীবল্লির রসায়নে মুগ্ধ দর্শক উৎসুক হয়ে অপেক্ষা করছিল ছবিটির দ্বিতীয় কিস্তির।
এবার জানা গেল ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ। ছবিটির নায়ক আল্লু অর্জুন সোমবার বিকেলে ছবিটির নতুন ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেন। তিনি লেখেন, আগস্ট ২৪, ২০২৪। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘পুষ্পা ২-দ্য রুল’।
প্রথম কিস্তির তুমুল সাফল্যের পর দ্বিতীয় কিস্তি নিয়ে আগ্রহের অন্ত নেই দর্শকদের। পুষ্পা টু-তে আল্লু অর্জুনের লুক কেমন হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অনুরাগীরা।
পুষ্পা দ্য রুল ছবিটি শেষ হয়েছিল পুষ্পরাজের বিয়ের মাধ্যমে। পুলিশ অফিসার ভ্রমর সিং শিখাওয়াতকে শিক্ষা দিয়েছিল পুষ্পা। ফলে ভ্রমরও তার শত্রু হয়ে ওঠে। অন্যদিকে রক্তমাখা হাত দিয়েই শ্রীবল্লির সিঁথি রাঙিয়েছিল গল্পের নায়ক।
টানটান উত্তেজনায় ভরপুর এক পর্বের মাধ্যমে পুষ্পার যবনিকা পতন হয়েছিল। পরবর্তী পর্বে কী হবে? শেষ পর্যন্ত কী মাথা নত করতে হবে পুষ্পারাজকে? নাকি ওস্তাদের মার শেষ রাতের মতো সিগনেচার কায়দায় সে বলে উঠবে, ‘পুষ্পা… ঝুঁকেগা নহি…।’
পুষ্পা ২ পরিচালনা করেছেন সুকুমার। এখানে অভিনয় করেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা প্রমুখ।
কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০