আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ২৫ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, ধর্ষণের পর ভুক্তভোগীর পোশাকও নিয়ে যায় দুষ্কৃতীরা। গতকাল শনিবার (০৯ সেপ্টেম্বর) রাতে রাজস্থানের ভিলওয়াড়া জেলার গঙ্গাপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে রাস্তায় পায়চারি করতে বেরিয়েছিলেন ওই তরুণী। বাড়ি থেকে কিছু দূর এগোতেই তিন দুষ্কৃতী তাকে অপহরণ করেন। অভিযোগ উঠেছে, একটি গুদামে নিয়ে ওই তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। তারপর তাকে বিবস্ত্র করে চলে যায় দুষ্কৃতীরা।
পুলিশ জানিয়েছে, বিবস্ত্র অবস্থায় ওই তরুণী রাস্তায় হাঁটছিলেন। তিনি চিৎকার করে সাহায্যও চেয়েছেন। কিন্তু স্থানীয়রা ভেবেছিলেন ওই তরুণী পাগল। তাই তাকে সাহায্য করতে এগিয়ে যাননি কেউ। পরে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে যান। ওই তরুণীর কাছে বিষয়টি জেনে তিনিই পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীকে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসা ও পূর্ণাঙ্গ মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যায় পুলিশ। পরে একটি ফরেনসিক টিমও ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে।
এদিকে এ ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় ভিলওয়াড়ায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিমল সিংহ গঙ্গাপুরে পৌঁছে ঘটনাস্থল ঘুরে দেখেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। সেখানে ভাঙা চুড়ি পরে থাকতে দেখা গেছে।
তবে গঙ্গাপুরের ডিএসপি লাভু রাম বিষ্ণোই জানিয়েছেন, এ ঘটনায় ৪২ ও ৩০ বছর বয়সী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএসপির দাবি, গ্রেপ্তারদের মধ্যে এক ব্যক্তি ওই তরুণীর পরিচিত। তিনিই শনিবার সন্ধ্যায় ওই তরুণীকে ফোন করেন এবং রাতে দেখা করার কথা বলেন।
ডিএসপি বলেন, ওই তরুণী স্থানীয় একটি মন্দিরের কাছে ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন। পরে সেখান থেকে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় এবং বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে জামপুরার কাছে একটি গুদামে নিয়ে যায়। পুলিশ জানায়, ওই তরুণীকে মারধর ও ধর্ষণ করে দুই অভিযুক্ত।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৭৬ ডি (সংঘবদ্ধ ধর্ষণ), ৩৬৬ (অপহরণ) এবং ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার অনলাইন
কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৫৮