বিনোদন ডেস্ক : গেল কয়েকমাস ধরেই জাওয়ানের উন্মাদনা দেখে বোঝা যাচ্ছিল, বক্স অফিস রীতিমতো তছনছ করতেই আসছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর করছেনও তাই! মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে ‘জাওয়ান’। যা রীতিমতো রেকর্ড।
ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা ভি জানিয়েছেন, প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ৩৫০ কোটি রুপি ব্যবসা করেছে ‘জাওয়ান’। তৃতীয় দিনে ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগুতে যথাক্রমে গ্রস ৭৩.৭৬ কোটি, ৫.৩৪ কোটি এবং ৩.৭৪ কোটি ব্যবসা করেছে। অর্থাৎ তৃতীয় দিনে ছবিটির আয় মোট ৮২.৮৪ কোটি টাকা।
রবিবার সারাদিনে ‘জাওয়ান’-এর আয় আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং।
উল্লেখ্য, ‘জাওয়ান’-এ শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা। আরও রয়েছেন বিজয় সেথুপতি, ঋদ্ধি ডোগরা, সানিয়া মালহোত্রা, প্রিয়মনি, সঞ্জীতা প্রমুখ। বিশেষ চরিত্রে দীপিকা পাডুকোন ও সঞ্জয় দত্ত।
কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৬