আলি হায়দার (রুমান) ভোলাহাট ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং অগ্রদূত বাংলাদেশ এর সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) আনজুমান সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ্, সদর ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান, অগ্রদূত বাংলাদেশ এর নির্বাহী পরিচালক , ইয়াহিয়া খান রুবেল, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার, মোঃ সুমন আলী, প্রোগ্রাম সুপারভাইজারগন, শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। উল্লেখ্য , দিবসটি শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে শিখন কেন্দ্র গুলোতে পৃথক -পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।
কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/বিকাল ৩.২১