জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : একটি টেকসই অর্থনীতি, সমাজিক নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য স্মার্ট পুলিশং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলাদেশ বিনির্মানের সফল অংশিদার হওয়া। রবিবার (৩ সেপ্টেম্বর ২০২৩ইং) খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম(বার) এর দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি থানার অফিসার এসআই (নিঃ) মোঃ মামুন হোসেন, এসআই (নিঃ) তৌকিক হাসান, এসআই (নিঃ) মিনহাজুল আবেদিন, এবং সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
১)জিআর-২৪৪/১৮ এর ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডনীয় এবং হালিশহর থানার মামলা নং-৩(২)২১ এর পরোয়ানাভুক্ত আসামী সুকৃতি চাকমা (৩০), পিতা-মৃত মায়ারাম চাকমা, মাতা-মৃত মায়াদেবী চাকমা, সাং-পাকুজ্যাছড়ি, পোষ্ট-ভাইবোনছড়া, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি ২) জিআর-২৪৪/১৮ এর ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডনীয় আসামী কনিকা চাকমা প্রকাশ স্বপ্না চাকমা, স্বামী-সুকৃতি চাকমা, উভয় সাং-পাকুজ্যাছড়ি, পোষ্ট-ভাইবোনছড়া, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি ৩) জিআর-৪৩/২১, এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইলিয়াস (২৩), পিতা-আব্দুল কালাম প্রকাশ আবুল কালাম, সাং-নয়নপুর বাজার এলাকা, (হাজী রফিকের বাসার ভাড়াটিয়া), ০৮নং পৌর ওয়ার্ড, থানা-সদর, জেলা-খাগড়াছড়িগণ’কে গ্রেফতার করেন।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম(বার) বলেন ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর খাগড়াছড়ি জেলা পুলিশ । এভাবেই বিশেষ অভিযানসহ আইনগত পুলিশিং সকল কার্যক্রম এর মাধ্যমে খাগড়াছড়ি জেলা পুলিশ সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিতের নিমিত্তে সদা জাগ্রত।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩০