এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বীর মুক্তিযাদ্ধা আবুল কাশেম পাটোয়ারী মৃত্যবরণ করেছনে। রবিবার (৩ সেপ্টেম্বর)সকালে উপজেলার স্বরুপদাহ গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।তার ভাইপো রবিউল ইসলাম জানান চাচা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। রবিবার সকাল ৭ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। দুপুর দুইটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ও চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর উপস্থিতিতে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের -৮৬ যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. নাসির উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্যপরিষদের চৌগাছা উপজেলা শাখার সভাপিত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউল ইসলাম, তোফায়েল আহমদ, রেজাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহদী মাসুদ চৌধুরী, সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মিল্লক, স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর, সাবেক চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ আব্দুল লতিফ, উপজেলা বিএনিপর আহবায়ক জহুরুল ইসলাম ।চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর,সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান রিন্টু, সাংবাদিক এম এ রহিম প্রমুখ।
কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৯