এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিদ্যুৎ ¯পৃষ্ট হয়ে শিমুল হোসন (২০) নামে এক মাদ্রসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার পিতা জাহাঙ্গীর আলম (৪৫) মারাত্মক আহত হয়েছেন। নিহত শিমুল লস্করপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও সিংঝুলী আলীম মাদ্রাসার ছাত্র। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজলার চৌগাছা সদর ইউনিয়েনর লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার সকালে লস্করপুর গ্রামের মঙল বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম ও তার ছেলে শিমুল হোসেন চাচাতো ভাইদের বিচলী কাটা মেশিন চেয়ে নিয়ে এসে বিচলী কাটছিল।
এ সময় ছেড়া-কাটা তারের কারেণ হঠাৎ মেশনটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শিমুল হোসেন বিদ্যুৎ ¯পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে জাহাঙ্গীর আলমও আক্রান্ত হয়। তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসেবিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে প্রতিবশরা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে চিকৎসক তানভীর হাসান শিমুলেক মৃত ঘোষণা করেন। এ সময় জাহাঙ্গীর আলমেক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।জরুরী বিভাগে কর্তব্যরত চিকৎসক তানভীর হাসান বলেন, শিমুল হোসেন হাসপাতালে আনার আগেই মারাযায়। তার পিতা জাহাঙ্গীর আলমের অবস্থাও আশংকাজনক।
জাহাঙ্গীর আলমের ভাইপো আব্দুল গফুর জানান, শিমুল হোসেন জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে সন্তান। এছাড়া তার আরও দুটি কন্যা সন্তান রয়েছে। তিনি আরো বলেন মৃত শিমুল হোসেন সিংহঝুলি আলিম মাদ্রাসায় লেখাপড়া করছিল। এদিক এ মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লস্করপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৩