আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে বুকে সংক্রমণের কারণে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি (সোনিয়া গান্ধী) বুকের ইনফেকশনে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় রুটিন চেক-আপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হন।
এনডিটিভি জানায়, ৭৬ বছর বয়সী কংগ্রেস এই নেত্রী এবং উত্তর প্রদেশের রায়বেরেলির সংসদ সদস্য সোনিয়া গান্ধী ভারতশাসিত কাশ্মিরের শ্রীনগর সফর থেকে ফিরে আসার কয়েকদিন পরই বুকে সংক্রমণের কথা জানালেন এবং হাসপাতালে ভর্তি হলেন।
কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৫১