বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে উন্নয়নের চাকা ঘুরছে এবং ঘুরবেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলার বায়েক থেকে চারুয়া পর্যন্ত ৮৪ লাখ টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশের উন্নয়ন কাজের বর্ণনা তুলে ধরে নৌকা প্রতীকে ভোট আহবান করেন। পরে বায়েকে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা নিজেদের মধ্যে দলীয় কোন্দল করবেন না।’বায়েক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল করিম।
সাধারন সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রাশেদুল কায়সার ভুইয়া জীবন, পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল আজিজ প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এলাকার উপন্নয়ন কর্মকান্ড ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রীর প্রতি সন্তোষ প্রকাশ করেন। এলাকায় আরো যেসব সমস্যা আছে এগুলো সমাধানেও আশ্বাস দেন মন্ত্রী। খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা (বিএনপি) যখন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে চেয়েছিল আমি একবারও বলিনি বিদেশ নেওয়া যাবে না। আমি যেটা বলেছি সেটা হলো, আইন অনুযায়ি তিনি বিদেশ যেতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করলেও বিদেশ যাওয়ার আইনটি তারা দেখাতে পারেননি।
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৩৪