স্পোর্টস ডেস্ক : বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার প্রস্তুত হচ্ছে আগামী বিশ্বকাপের জন্য। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো তিন দেশে আয়োজিত সেই আসরের বাছাইপর্বের খেলা শুরু হয়ে গেছে। লিওনেল মেসিরা সেই মিশনে নামছেন আগামী ৮ সেপ্টেম্বর। ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরুর এ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।
আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেইটের মাঠ ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টায়। এরপর ৭.২৫ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।
ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছিল ১৯ হাজার ডলার, তবে ১১ বছরের নিচের বয়সীদের জন্য ১১ ডলার। এছাড়া মেসির খেলা দেখার জন্য দর্শকরা সর্বোচ্চ ৮৯ হাজার ডলার দিয়ে টিকিট কিনতে পেরেছেন।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৭