বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ডাব বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ডাব বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
রেলওয়ে স্টেশন রোড এলাকার ডাব বিক্রেতা শামীম হোসেনকে পাঁচ হাজার টাকা ও মায়ের দোয়া নামে এক ডাবের আড়তকে দেড় হাজার টাকা বিক্রি করা হয়। এসব দোকানে একেকটি ডাব ১৫০ টাকার বেশি দরে বিক্রি করা হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানের পর ডাবের দাম কিছুটা কমে আসে বলে তিনি দাবি করেন।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২১