স্পোর্টস ডেস্ক : এমনিতে ইন্টার মায়ামি ছিল পয়েন্ট তালিকার তলানিতে। লিওনেল মেসি যোগ দিয়েই জিতিয়েছেন লিগস কাপ। তাতে আশা বেড়েছিল ক্লাবটির। সেটা বেড়ে যায় যেদিন মেজর লিগ সকারে আর্জেন্টাইন মহাতারকার অভিষেক হয়। সেদিন গোল পেয়েছিলেন, দলকে জিতিয়েও ছিলেন। কিন্তু আজ আর তিনি পারেননি। গোলও পাননি, মায়ামিও জিতেনি। তাতে প্লে অফের পথটা কঠিন হয়ে গেছে গোলাপিদের জন্য।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এমএলএসে কোনো রেলিগেশন নেই। তবে ওয়েস্টার্ন ও ইস্টার্ন গ্রুপের সেরা ১৮ দল মিলে খেলে প্লে অফে। সেই প্লে অফে খেলতে হলে পয়েন্ট তালিকার ৯ নম্বরে অন্তত থাকতে হবে। আজ সকালের ম্যাচ শুরুর আগ পর্যন্ত সেই আশাটা তবু ছিল। কারণ তখনও ১১ ম্যাচ বাকি ছিল। কিন্তু নাশভিলের সঙ্গে ড্র করে সেই পথ অনেকটাই কঠিন।
২৪ ম্যাচ খেলে মায়ামির পয়েন্ট এখন ২২। শেষ ম্যাচে ড্র করায় তারা উঠে গেছে তালিকার ১৪ নম্বরে। যদিও তলানিতে নামা টরোন্টোর পয়েন্টও সমান। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের নেমে যেতে হয়। তবুও মায়ামি শিবিরে স্বস্তি সহসা ফিরছে না।
লিগে এখন ১০ ম্যাচ বাকি আছে মায়ামির। পয়েন্ট তালিকার ৯ নম্বরে এই মুহূর্তে অবস্থান করছে শিকাগো ফায়ার এফসি। দলটির বর্তমান পয়েন্ট ৩২। অর্থাৎ মায়ামি তাদের চেয়ে পিছিয়ে আছে ১০ পয়েন্টে। প্রতি ম্যাচে ৩ পয়েন্ট করে পায় সব জয়ী দল। তাদেরকে টপকাতে হলে মায়ামিকে বাকি থাকা ম্যাচগুলোর বেশিরভাগ ম্যাচে জিততে হবে। তাছাড়া পয়েন্ট হারানো চলবে না। তবেই একটা ক্ষীণ আশা থাকবে মায়ামির জন্য।
নাশভিলের সঙ্গে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে মায়ামি কোচ টাটা মার্তিনো বলেছেন, ‘আমাদের যা করতে হবে, তা হলো এগিয়ে যাওয়া। এমন ফলাফল হতেই পারে। এটা সত্য যে টানা খেলার মধ্যে আছি আমরা। খেলোয়াড়রাও ক্লান্ত। কিছুটা অপ্রস্তুত ছিলাম। তবে এসব বাস্তবতাকে মেনেই আমাদের এগিয়ে যেতে হবে।’
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০০