স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে নজর কাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন আর্লিং হালান্ড। ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই পান ট্রেবল জয়ের স্বাদ। ব্যক্তিগতভাবেও বেশ কয়েকটি স্বীকৃতি নিজের করেন। এবার তার পালকে যোগ হলো আরও এক অর্জন। প্রোফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বিচারে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন এই নরওয়েজিয়ান।
২৩ বছর বয়সী হালান্ড এই স্বীকৃতি পেতে পেছনে ফেলেছেন সিটিতে নিজ সতীর্থ কেভিন ডে ব্রুইন ও জন স্টোনস, আর্সেনালের মার্টিন ওডেগোর, বুকায়ো সাকা ও টটেনহ্যাম হটস্পারের সাবেক তারকা হ্যারি কেইনকে। কেইন এখন বায়ার্ন মিউনিখের।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন হালান্ড। সিটিকে উপহার দিয়েছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ। এমন পারফরম্যান্সের জন্য গত মে-তে প্রিমিয়ার লিগের মৌসুম সেরার পুরস্কার পান। এরপর ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশের বিচারে হন সেরা। এবার আরও এক স্বীকৃতিতে অন্য রকম হ্যাটট্রিকই হলো তার।
বুকায়ো সাকা পিএফএ’র বিচারে বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। টানা চারবার এ পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর এই পুরস্কার পেলেন তিনি। মেয়েদের বিভাগে বর্ষসেরা অ্যাস্টন ভিলা স্ট্রাইকার র্যাচেল ডেলি। উইমেন’স সুপার লিগে ২২ গোল করে শীর্ষে ছিলেন তিনি। বর্ষসেরা তরুণ নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন চেলসির লরেন জেমস।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৩৮