স্পোর্টস ডেস্ক : প্রাথমিক স্কোয়াডে না থাকলেও লিটন দাসের অনুপস্থিতিতে এশিয়া কাপের মূল দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে। এনিয়ে দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য তার ব্যাখ্যায় বলেছেন, লিটনের বিকল্প হিসেবে এমন একজনকে তারা নিতে চেয়েছেন, যিনি টপ অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে উইকেটকিপিংও করতে পারেন। অধিনায়ক সাকিব আল হাসানও একই কারণের কথা উল্লেখ করলেন বিজয়কে নেওয়া প্রসঙ্গে।
পাকিস্তান ও নেপালের মধ্যকার দিয়ে আজ শুরু হয়েছে এশিয়া কাপ। বাংলাদেশ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে। পাল্লেকেলেতে হতে যাওয়া ম্যাচটির আগে বুধবার আনুষ্ঠানিক সংবাদসম্মেলনে কথা বলেন সাকিব। এ সময় জ্বরের কারণে ছিটকে যাওয়া লিটনের পরিবর্তে এনামুল বিজয়কে নেওয়ার ব্যাখ্যা দেন তিনি।
সাকিব বলেন, ‘যদি মুশফিক ভাইয়ের (প্রথম উইকেটকিপার) কিছু হয় বিশেষ করে খেলার সময়; কনকাশন হতে পারে, ছোট খাটো ইনজুরি হতে পারে। দেখা যাচ্ছে ওইদিন উইকেট কিপিং করতে পারবে না। যেহেতু একটা নিয়ম আছে সেকেন্ড উইকেট কিপার থাকলে সেও উইকেট কিপিং করতে পারবে। তাই আমাদের এই গ্যাপ পূরণ করার জন্য বিজয়কে দলে নেওয়া।’
সাকিব আরও বলেন, ‘যেহেতু আমাদের আরেকজন অতিরিক্ত উইকেট কিপার নেই, তাই আমাদের জন্য এটা একটা বিষয়। আর লিটনও টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে।’
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২০